Breaking News

ডিজিটাল মার্কেটিং কি

ডিজিটাল মার্কেটিং কি

একাউন্ট করতে গেলে নিশ অনুযায়ী করতে হবে এই নিশের চাহিদা কেমন করে তার Research করব সেই নিস বা কিওয়ার্ড নিয়ে মাসে কতজন লোক সার্চ করে তা জানতে হবে তারপর ডিসিশন নিতে হবে এই নিয়ে কাজ করতে পারব কিনা তারপর নামটা ইউনিক হতে হবে এসইও রিলেটেড হতে হবে তারপর সেই একাউন্টে যত রকমের Post, Tittle, Long Description, Short Description, Post Description, Image, Link, ইত্যাদি সবকিছু হবে এসইও রিলেটেড কারণ আমি একজন ডিজিটাল মার্কেটিং আমার সবকিছু হবে এসইও রিলেটেড
আরেকটা কথা যেকোনো সোশ্যাল মিডিয়া একাউন্ট বা পেজ বা পিন বা ওয়েবসাইট যেকোনো ধরনের একাউন্টে ফলো, লাইক, ট্রাফিক, বাড়ানোর কোন Tools নাই আমাকে যেকোনো একাউন্টে আস্তে আস্তে ফলোয়ার, লাইক, ট্রাফিক, বাড়াতে হবে নিজে নিজে কোন সফটওয়্যার দিয়ে বাড়ালে হবে না বাড়ালেও আমার নিস অনুযায়ী ট্রাফিক পাবো না কারন সফটওয়্যার অটো ফলোয়ার বাড়ায় তাই যেকোনো অ্যাকাউন্ট এর ক্ষেত্রে আমাকে আস্তে আস্তে ফলোয়ার বাড়াতে হবে অর্গানিক ভাবে
এজন্য আমি যে একাউন্ট তৈরি করব তা যাতে মানুষের কাজে লাগে তাই মানুষ আপনা-আপনিই আমার পেজে লাইক দিবে বা আমাকে ফলো করবে তাই আজেবাজে নিশ নিয়ে কাজ করলে কোন লাভ হবে না পরিশ্রম বৃথা যাবে

ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূলত ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে    অনলাইনে কোন প্রোডাক্ট বা মার্কেটিং ক্যাম্পেইন্স পরিচালনা করা। যত ধরনের অনলাইন মার্কেটিং আছে যেগুলোর মাধ্যমে আমরা কোন প্রোডাক্টের মার্কেটিং বা ক্যাম্পেইন করার জন্য যতগুলো পন্থা অবলম্বন করি সবগুলো মিলেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। 

https://learningtimenowbd.blogspot.com/
Digital Marketing

ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।

সুতরাং ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাই ডিজিটাল মার্কেটিং। যেমন এসইও, এসইএম, স্যোশাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং ইত্যাদি। অন্যভাবে, ডিজিটাল মার্কেটিং বলতে বুঝায় অনলাইন বা ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারণা বা বিজ্ঞাপন দেয়া।

ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।
আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও , এসএমএস মার্কেটিং, বিলবোর্ড মার্কেটিং, ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।

Online Marketing Channels সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) ,সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM), সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM), কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অনলাইন প্রেস রিলিজ, ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং, স্পন্সরড কন্টেন্ট, ইত্যাদি।

ডিজিটাল মার্কেটিং এর একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কখনো কোথাও ডিজিটাল মারকেটিং এর চাকরি করতে গেলে কখনও প্রোডাক্ট সেল করার কন্টাক্ট নিব না বা প্রোডাক্ট বিক্রি করার বিনিময়ে চাকরি নিব না কারণ ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করা প্রোডাক্ট বিক্রি করে না এবং এটা করলে আমার কোম্পানির প্রচার প্রচার হবে আস্তে আস্তে সেল বাড়বে

Online Marketing Channels

Social Media Marketing (SMM)

Search Engine Marketing (SEM)

Search Engine Optimization (SEO)

Content Marketing

Email Marketing

Affiliate Marketing

Video marketing

YouTube Marketing

Online press release

Sponsored Content, etc.

E-commerce product marketing

CPA marketing


Offline Marketing Channels

TV Marketing

SMS Marketing

Radio Marketing

Billboard Marketing





No comments