What Is Facebook
ফেসবুক হল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম পৃথিবীর সবাই এখন ফেসবুক ব্যবহার করে আমরা করতে পারি ফেসবুক হলো এমন একটি অনলাইন ওয়েবসাইট যেখানে আপনি আপনার বিচার ধারণা জ্ঞান ছবি video বা ব্যক্তিগত জীবনের কিছু অংশ এই ওয়েবসাইটে সক্রিয় (active) অন্যান্য ইউসার (user) এর সাথে share করতে পারবেন। এই অনলাইন ওয়েবসাইটে আপনারা বিভিন্ন নতুন নতুন লোকেদের (Facebook user) সাথে বন্ধুত্ব করতে পারবেন। মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তিভিত্তিক যোগাযোগের যতো মাধ্যম রয়েছে 'ফেসবুক' তার মধ্যে অন্যতম। পৃথিবীজুড়ে বিভিন্ন বয়সি, শ্রেণি, পেশা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এই মাধ্যমটি ব্যবহার করে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ও আর্কষণীয় মাধ্যম এখন ফেসবুক।সারাবিশ্বে কয়েকশ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে।
পপুলেশন ডিভিশনের প্রতিবেদনে ২০২০ সালে বাংলাদেশের জনসংখ্যা (আনুমানিক) বলা হয়েছে সাড়ে ১৬ কোটির কাছাকাছি। সে হিসাবে বাংলাদেশিদের ২৯ শতাংশের কিছু বেশি ফেসবুক ব্যবহার করেন। অর্থাৎ বৈশ্বিক গড়ের চেয়ে কম মানুষ ফেসবুক ব্যবহার করেন বাংলাদেশে। বৈশ্বিক গড়ের চেয়ে কম হলেও ৪ কোটি ৮০ লাখ সংখ্যাটা একদম কম নয়।
No comments