Breaking News

Instagram Marketing | Create | Customization

 Instagram Marketing | Create | Customization

Instagram Marketing | Create | Customization


ইনস্টাগ্রাম কি?

একাউন্ট করতে গেলে নিশ অনুযায়ী করতে হবে এই নিশের চাহিদা কেমন করে তার Research করব সেই নিস বা কিওয়ার্ড নিয়ে মাসে কতজন লোক সার্চ করে তা জানতে হবে তারপর ডিসিশন নিতে হবে এই নিয়ে কাজ করতে পারব কিনা তারপর নামটা ইউনিক হতে হবে এসইও রিলেটেড হতে হবে তারপর সেই একাউন্টে যত রকমের Post, Tittle, Long Description, Short Description, Post Description, Image, Link, ইত্যাদি সবকিছু হবে এসইও রিলেটেড কারণ আমি একজন ডিজিটাল মার্কেটিং আমার সবকিছু হবে এসইও রিলেটেড
আরেকটা কথা যেকোনো সোশ্যাল মিডিয়া একাউন্ট বা পেজ বা পিন বা ওয়েবসাইট যেকোনো ধরনের একাউন্টে ফলো, লাইক, ট্রাফিক, বাড়ানোর কোন Tools নাই আমাকে যেকোনো একাউন্টে আস্তে আস্তে ফলোয়ার, লাইক, ট্রাফিক, বাড়াতে হবে নিজে নিজে কোন সফটওয়্যার দিয়ে বাড়ালে হবে না বাড়ালেও আমার নিস অনুযায়ী ট্রাফিক পাবো না কারন সফটওয়্যার অটো ফলোয়ার বাড়ায় তাই যেকোনো অ্যাকাউন্ট এর ক্ষেত্রে আমাকে আস্তে আস্তে ফলোয়ার বাড়াতে হবে অর্গানিক ভাবে
এজন্য আমি যে একাউন্ট তৈরি করব তা যাতে মানুষের কাজে লাগে তাই মানুষ আপনা-আপনিই আমার পেজে লাইক দিবে বা আমাকে ফলো করবে তাই আজেবাজে নিশ নিয়ে কাজ করলে কোন লাভ হবে না পরিশ্রম বৃথা যাবে

ইনস্টাগ্রাম হল একটি ফ্রি আমেরিকান ফটো এবং ভিডিও শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা যা কেভিন সিস্ট্রোম এবং মাইক ক্রিগার তৈরি করেছেন। ২০১২ সালের এপ্রিল মাসে, ফেসবুক প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার ইনস্টাগ্রামকে কিনে নেয় ।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ছবি , ১ মিনিটের কম ছোট ভিডিও (রিলস), ১মিনিটের বেশি ভিডিও (আইজিটিভি) এডিট এবং আপলোড করার অনুমতি দেয়। ব্যবহারকারীরা চাইলে তাদের প্রোফাইল প্রাইভেট করে রাখতে পারবে ।

প্রচারেই প্রসার। বর্তমানে প্রচার মাধ্যমের ও পরিবর্তন আসছে, ডিজিটাল মার্কেটিং একটি জনপ্রিয় প্রচার মাধ্যম হয়ে উঠছে।মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজেই তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের জানাতে পারছে। আমাদের বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ফেসবুক মার্কেটিং কে বুঝে থাকি। কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন- ফেসবুক, টুইটার,লিঙ্কডিন, ইন্সটাগ্রাম ইত্যাদির মাধ্যমে পণ্য বা সেবার মার্কেটিং করা যায়। ফেসবুক ছাড়াও ইন্সটাগ্রামের ইউজারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। দিনের পর দিন ইন্সটাগ্রাম এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক ভাবে।

ইনস্টাগ্রাম কিভাবে কাজ করে?

ফেইসবুক এবং টুইটারের মতো প্রত্যেকেই একটি প্রোফাইল এবং নিউজফীড পাবেন যখন আপনি ইনস্টাগ্রামে একটি ছবি বা ভিডিও পোস্ট করেন, এটি আপনার প্রোফাইলে প্রদর্শিত হবে । আপনি ৩০টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন এবং আপনি টার্গেটেড অর্থাৎ নিস বেসড মানুষেরদের ফলো করতে পারবেন

কেন ইন্সটাগ্রাম একটি ইফেক্টিভ সোশ্যাল মিডিয়া?

ছবি এবং ভিডিওর মাধ্যমে আপনার ব্র্যান্ড ইমেজ তৈরি করতে দেয় এবং সব থেকে মজার বেপার হচ্ছে ইনস্টাগ্রাম এর মাধ্যমে অনেক ভালো কাস্টমার এনগেজমেন্ট হয়

ইনস্টাগ্রামে রিলস কি?

রিলস সংক্ষিপ্ত, ইনস্টাগ্রামে বিনোদনমূলক ভিডিও যেখানে আপনি আপনার সৃজনশীলতা প্রকাশ করতে পারেন এবং আপনার ব্র্যান্ডকে জীবন্ত করতে পারেন। মানুষ ট্রেন্ডি সংস্কৃতি, কমিউনিটির সাথে কলাবোরেশন এবং নতুন আইডিয়া শেয়ার করার জন্যই রিলস তৈরী করে । ইনস্টাগ্রামে রিলস এখন এক মিনিট পর্যন্ত দীর্ঘ  । ইনস্টাগ্রাম প্রাথমিকভাবে ১৫সেকেন্ড টাইম দিয়ে রিলস প্রকাশ করার অনুমতি দে এরপর ৩০ সেকেন্ড এখন ৬০ সেকেন্ড ।

ইনস্টাগ্রামে আইজিটিভি কি?

ইন্সটাগ্রাম টিভি যা আইজিটিভি নামে বেশি পরিচিত, ইনস্টাগ্রামে দীর্ঘ ভিডিও শেয়ার করার একটি মাধ্যম হিসেবে কাজ করে। ইন্সটাগ্রাম ফিডে ভিডিও শেয়ার করার জন্য ইনস্টাগ্রামে সময় নির্ধারণ করা হয়েছিল ৬০ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ, এই আইজিটিভি আপনাকে ওয়েব থেকে 60 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করতে দেয় এবং মোবাইল থেকে আপলোড করলে 15 মিনিট ।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা কত?

‌২০১৭ সালে ইনস্টাগ্রাম এর ব্যবহারকারীর সংখ্যা ছিলো মোট ৫৯৩.৭ মিলিয়ান

‌২০১৮ সালে ইনস্টাগ্রাম এর ব্যবহারকারীর সংখ্যা ছিলো মোট ৭০৬.৫ মিলিয়ান

‌২০১৯ সালে ইনস্টাগ্রাম এর ব্যবহারকারীর সংখ্যা ছিলো মোট ৭৬৬.৪ মিলিয়ান

‌২০২০ সালে ইনস্টাগ্রাম এর ব্যবহারকারীর সংখ্যা ছিলো মোট ৮৫৪.৫ মিলিয়ান

২০২১ সালে ইনস্টাগ্রাম এর ব্যবহারকারীর সংখ্যা ১.০৭৪ বিলিয়ন+ 

ইন্সটাগ্রাম মার্কেটিং শিখে কি কি করতে পারবো? - 

১. ফ্রিল্যান্সিং করতে পারবেন (ফাইবার এবং আপওয়ার্ক এর মতো মার্কেটপ্লেসে)

২. বেঁচতে পারবেন নিজের প্রোডাক্ট

৩. ইনফ্লুয়েন্সার হতে পারবেন

৪. প্রিন্ট অন ডিমান্ডের কাজ করতে পারবেন

৫. এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন 

৬. আইজিটিভি এড্স থেকে ইনকাম করতে পারবেন

৭. ড্রপসিপিং প্রোডাক্ট বিক্রি করতে পারবেন

৮. সিপিএ মার্কেটিং করতে পারবো পারবেন

৯. ফাইবারের গিগ এবং আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগ মার্কেটিং করতে পারবেন

১০. ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসতে পারবেন

১১. একাউন্ট বিক্রি করে ইনকাম করতে পারবো

আমরা যারা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে মার্কেটপ্লেসে কাজ করতে চাই তারা কি কি কাজ করতে পারবো: 

1. Engage and Grow instagram followers organically

2. Instagram Manager

3. Clean Fake and Ghost Followers From Instagram 

4. Content strategy and design

5. Fixing Instagram Shop Problem

6. Instagram Account Consultancy / Audit / Review / analyze

7. Instagram Ads

8. Create, manage and grow instagram account/page

9. Write Instagram Captions

10. Instagram Hashtag Research

11. Instagram Post/Content Design using Canva

12. Instagram Influncer Research 

Top Earnings:

1. https://www.fiverr.com/tommysiu

2. https://www.fiverr.com/manishjain7299

ইনস্টাগ্রাম একাউন্ট বিক্রির কয়েকটি ওয়েবসাইট:

১. Fameswap

২. Insta Sale

৩. Social Tradia

৪. E-flipo

আপনি যদি আমার সকল ট্রিকস টিপস ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনার প্রতি মাসে অর্গানিক ফলোয়ার্স আসবে  ১০০০ থেকে ১৫০০ আপনি যদি একসাথে ৫ টা একাউন্ট ম্যানেজ করে তাহলে প্রতি একাউন্ট এ ১০ হাজার ফলোয়ার্স হতে সময় লাগবে ৬মাস 

একটা একাউন্টের জন্য যদি আপনাকে ১৫০-২০০ ডলার পে করে তাহলে ৫ টার জন্য ১০০০ ডলার বাংলাদেশী তাকে প্রায় ৮৫ হাজার টাকা তাহলে প্রতি মাসে আপনার রেভিনিউ দাঁড়ায় ২০ টাকা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন 

Shoutouts/Influencer:

Top 10 highest-earning stars on Instagram per post-

Cristiano Ronaldo – $1.6 million.

Dwayne Johnson – $1.52 million.

Ariana Grande – $1.51 million.

Kylie Jenner – $1.49 million.

Selena Gomez – $1.46 million.

Kim Kardashian – $1.41 million.

Lionel Messi – $1.16 million.

Beyoncé Knowles – $1.14 million.


Best Instagram niches for growing your profile in 2021-

-Health & Fitness

-Beauty

-Fashion

-Lifestyle

-Business (making money online)

-Animals (pets)

-Food & Cooking

-Traveling

ইনস্টাগ্রাম কে সবচেয়ে বেশি ব্যবহার করে? 

https://www.statista.com/statistics/578364/countries-with-most-instagram-users/

ইন্সটাগ্রাম কারা ব্যবহার করে?

https://www.statista.com/statistics/325587/instagram-global-age-group/

ইনস্টাগ্রামে সব থেকে বেশি ফলোয়ার্স কার?

https://www.statista.com/statistics/421169/most-followers-instagram/

লিঙ্গ অনুসারে ইনস্টাগ্রাম ব্যবহারকারী? 

https://www.statista.com/statistics/530498/instagram-users-in-the-us-by-gender/

- নিশ/Niche কি?

নির্দিষ্ট একটা বিষয় বা টপিক


ইন্সটাগ্রাম একাউন্ট এর জন্য নাম সিলেকশন?

- মনে রাখা সহজ হবে এমন নাম সিলেক্ট করতে হবে কারণ যে কেউ যাতে আপনাকে খুব সহজেই সার্চ করতে পারে 

- আপনার একাউন্ট বা নিস রিলেটেড হতে হবে অর্থাৎ আপনার নিস যদি হয়ে ফুড আপনি ক্যাটলাভার ব্যবহার না করে ফুড রিলেটেড কোনো নাম সিলেক্ট করুন 

- আপনার নাম অবশ্যই ইউনিক হতে হবে যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং অথবা প্রফেশনাল ভাবে বিজনেজ করতে চান

- ইন্সটাগ্রাম একাউন্ট ক্রিয়েট 

- ইন্সটাগ্রাম পারসোনাল একাউন্ট কি?

- ইন্সটাগ্রাম বিজনেস/প্রফেশনাল একাউন্ট কি

- ইন্সটাগ্রাম বিজনেস একাউন্ট কিভাবে কাজ করে

- ইন্সটাগ্রাম থিম একাউন্ট কি

থিম হলো ইনস্টাগ্রামে যে পোস্টগুলো আমরা করি সেই পোস্টগুলির কালার যেমন অনেকে আছে তারা দুইটা বা তিনটা background-color নিয়ে কাজ করে যেমন কেউ ব্যাকগ্রাউন্ড হলুদ এবং উপরের লেখা কালো থাকে কেউ আবার ইনস্টাগ্রামে  তিনটা করে পোস্ট Show করে কেউ মাঝখানে ভিডিও দেয় দুই সাইডে ফটো দেয় আবার কেউ মাঝখানে বিভিন্ন লেখা দেয় দুই সাইডে নিজের ছবি দেয় আবার কেউ শুধু কয়টায় দেয় তাই আমরা ভালো দুইটা ইনস্টাগ্রামের একাউন্ট দেখে থিম সেটিং করব সেটিং করলে প্রোফাইলটা দেখতে সুন্দর লাগে ফলোয়ার বেশি পাওয়া যায়

- ইন্সটাগ্রাম একাউন্ট অপ্টিমাজেশন

- ইন্সটাগ্রাম বায়ো অপ্টিমাইজেশন

- ইন্সটাগ্রাম ইমুজি ব্যবহার

- ইনস্টাগ্রামে সিটিএ বাটন /কল টু একশন ব্যবহার

- ইনস্টাগ্রামে আকর্ষনীয় হাইলাইট অ্যাড 

- ইনস্টাগ্রামে হাইলাইট কভার কি এবং কিভাবে অ্যাড করে

- ইনস্টাগ্রামে প্রফেশনাল পোস্ট কিভাবে করতে হয়

- সিঙ্গেল পোস্ট - 

- ক্যারোসেল পোস্ট - 

- সিমলেস ক্যারোসেল পোস্ট - সাইজ ২১৬০ x ১৩৫০ পিক্সেল - ১৩৫,১২১৫,১০৮০ - সিমলেস ক্যারোসেল ইমেজ স্প্লিট করার টুলস - https://pinetools.com/split-image

- ভিডিও পোস্টিং - Reels / IGTV

- রিপোস্টিং - Regrann

- ড্রাফট পোস্ট

- ইনস্টাগ্রামে এস.ই.ও

- ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ

- ফলো আনফলো মেথড - Niche Base

-ghost ফলোয়ার্স চেনার উপায় - 0 post - Following - 

- ইনস্টাগ্রামে ফেইসবুক পেজ অ্যাড

-instagram account private

- আমি যেভাবে ৫টি ইন্সটাগ্রাম  একাউন্ট ম্যানেজ করবো 

- ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ - niche:fashion - followers minimum 20k-50K US - engagement rate/ration minimum 2%

IGTV Ads  এর জন্য কোয়ালিফাই হতে আপনার যা যা লাগবে: 

আপনার একাউন্টে ১০,০০০ রিয়েল ফলোয়ার্স লাগবে 

ভিডিও এর দৈর্ঘ্য মিনিমাম ৩ মিনিট হতে হবে

গত ২মাসে মিনিমাম ১ মিনিট করে ৩০,০০০ ভিউস হতে হবে

ইনস্টাগ্রামে পোস্ট করার সঠিক সময় কোনটি? 

সকাল ৭ টা থেকে  ৯টা কারণ এই সময় সবাই শুধু ঘুম থেকে উঠে এবং প্রায় সবাই ঘুম থেকে উঠে আগে মোবাইল ডিভাইস হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া চেক করে । চাইলে বিকাল ৫টা এবং রাত ১০ টা এই সময়েও আপনি পোস্ট করতে পারেন । ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য সেরা দিন হল শনি এবং রবিবার কারণ এই দিনে বেশি এনগেজমেন্ট হয়ে থাকে , তাছাড়া আপনি রেগুলার কাজ করলে আপনি বুঝে যাবেন কোন সময়ে পোস্ট করলে আপনার পোস্টার রিচ এবং এনগেজমেন্ট বেশি হচ্ছে ।

ইনস্টাগ্রাম কনটেন্ট ডিজাইন করতে ৮টি ফ্রি টুলস:

-Crowdfire

-Canva

-Snappa

-Unfold

-Boomerang

-Snapseed

-VSCO

-Photogrid

-iMovies

৪টি বেস্ট ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট টুলস:

-Sked 

-Later

-Hootsuite

-Buffer

Hi  Sadi Khan  , 

Thank you for reaching out about this opportunity—it sounds like a great job and aligns with where I'd like to take my career.  Please tell me more about your product.  Moving forward, you can reach me directly here

ইন্সটাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ-

11 Best Instagram Hashtag Generator Tools in 2021:

Influencer Marketing Hub Instagram Hashtag Generator.

All Hashtag.

Ritetag.

Instavast Hashtag Generator.

Photerloo Instagram Hashtag and Keyword Generator.

Hashtag Generator #HashMe.

Hashtagify.

Ingramer.


ইনস্টাগ্রামে এক্সপ্লোর পেজে যেভাবে আপনি আপনার পোস্ট শো করাবেন - 

-Get to know your target market.

-Share engaging content.

-Try prominent formats, such as Reels.

-Cultivate an active community.

-Post when your followers are online.

-Use relevant tags.

-Pay attention to analytics.

-Consider ads in Explore



https://socialblade.com 

https://influencermarketinghub.com: এই ওয়েবসাইট এর ভিতরে যেকোনো ইনস্টাগ্রামের আইডি ইউজারনেম সার্চ বক্সে দিলে সেই আইডির ডিটেলস দেখা যায় যেমন তার কত ফলোয়ার্স এবং influencer যাদের ফ্লোয়ার্স বেশি তাদের ইনফ্লুয়েন্সারবলা হয় তারা টাকার বিনিময় বিনিময় বিনিময় অন্য কারো পোস্ট তাদের নিজের আইডিতে পোস্ট করে এবং ফাইবারে এরকম অনেক কাজ পাওয়া যায় যে তারা শুধু ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে দেবে বা তাদের সাথে যোগাযোগ করিয়ে দেবে তাই এই ওয়েবসাইটে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করা যায়

https://www.statista.com: কোন দেশে কোন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বা সবচেয়ে বেশি চালায় এই ওয়েবসাইটের সার্চ বক্সে লিখলে কোন দেশে কি পরিমাণ লোক কোন সোশ্যাল মিডিয়া চালায় এবং তারা ছেলে না মেয়ে এবং তাদের বয়স কত আরো অনেক কিছু এই ওয়েবসাইট থেকে জানা যায় তারা পরিসংখ্যান করা যায়  যেমন  https://www.statista.com/statistics/421169/most-followers-instagram/ গুগলের সার্চ দিতে হবে

Unsplash Free Images - https://unsplash.com

Pexels Free Videos - https://www.pexels.com  





No comments