Bangla Typing Tool Illustrator | বাংলা টাইপিং টুল ইলাস্ট্রেটর
Bangla Typing Tool Illustrator বাংলা টাইপিং টুল ইলাস্ট্রেটর
কোনো কারণে যদি ইলাস্ট্রেটরের বাম পাশে টুলবারটি চলে যায় তাহলে উইন্ডোজ থেকে থেকে ডিফল্ট ক্লিক করলেই টুলবারটি আবার চলে আসবে
অনেক সময় উপরের সাইট মেনু নিচে যে বাকি থাকে আবার চলে গেলে উইন্ডো থেকে কন্ট্রোল এ ক্লিক করলেই ওই টুলবার চলে আসবে
রেক্টাংলে টুল আমরা যে কোন টুলবার কোন মেনু থেকে আলাদা করতে চাইলেযে সব টুলবার এর ভীতর অনেকগুলো টুল থাকে ওখানে ক্লিক করে ধরে রাখলে ওই ডান দিকে ছোট একটা ফোটা থাকে ওটা যদি আমরা ক্লিক করি তাহলে ওই টুলবারটি টুলবার থেকে আলাদা হয়ে যাবে আলাদা হওয়ার পর কোন চিহ্ন তে ক্লিক করলে আবার আগের জায়গায় চলে যাবে
আপেল বানাতে গেলে গোল Shape নিব তারপর এফেক্ট এগিয়ে থ্রি ডি thaky Revolve ক্লিক করলেই আপেল তৈরি হয়ে যাবে তারা বিভিন্ন কালার যাব তারপরে প্রিভিউ দেখবো কেমন হয়েছে
মগ মাইক কাপ-পিরিচ এগুলো বানাতে গেলে প্রথমে লাইন টুল নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একটা সোজা লাইন নিব তারপর Line Tool নিচে লাইন Arc টুল ওইটা নিব Arc টুল দিয়ে যে লাইনটা নিব ওইটা যেন সোজা লাইনের ছোট হয় লাইন টুল নিয়ে সোজা লাইনের নিচের অংশে রাউন্ড লাইনটি জয়েন করুন জয়েন করবো কিভাবে অবজেক্ট থেকে Path Thaky জয়েন ক্লিক করলেই জয়েন হয়ে যাবে তারপর ওইটা সিলেক্ট করে f1 থেকে 33 থেকে রিপল এফেক্ট থেকে 3D Thaky Revolve Click Korbo.অ্যাঙ্গেল থাকবে 360 ডিগ্রী অফসেট থাকবে জিরো pt তারপর ওকে করার পর আমরা যে ডিজাইন পাবো ওই ডিজাইনের যে কোন এক কোনা ঘুরাবো ঘুরালেই বিভিন্ন সময়ে মগ হবে হবে কাপ এর মতন হবে এভাবে যেটা মন চায় সেটাই তৈরি করতে পারব.
পাতা বানাবো পাতা বানাতে গেলে ইলিপস টুল নিয়ে একটা গোল চিহ্ন আঁকবো তারপর ওইটা ধরে কপি করব পর তারপর দুইটা কাছাকাছি লাগবো তারপর Path ফাইন্ডার টুল দিয়ে Devide করুন তারপর পাতার নিচের অংশে রুট টুল দিয়ে ক্লিক করব তারপর alt ধরে একটু কাত করে পাতা কপি করব তারপর এই ইলিপস নিয়ে গোল একটা চিহ্ন আঁকবো Fill কালার অফ করে স্টক কালার 2pt দিব তারপর পাতাটা ওই লাইন এর দাগের মাঝখানে দেবো তারপর পাতা সিলেট করে রুট টুল নিয়ে গোল চিহ্ন মাঝখানে ক্লিক করব তারপর পাতা ধরে গোল চিহ্ন উপর রাখবো তারপর একটা কপি করে কন্ট্রোল D দিতে থাকব পড়ে পাতা কপি হতে থাকবে তারপরে কি করব
পাতা দিয়ে ফুল একটা পাতায় একে পাতার নিচে রুটের টুল দিয়ে ক্লিক করব তারপরে ওটা ধরে আপনাকে একটু কাত করে টা কপি করব তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ctrl D দিয়ে কপি করতে থাকবো ফুল বানাবো
পেপসি লোগো এ লিস্ট অফ নিয়ে গোল একটা চিহ্ন আঁকবো তারপর রেজাল্ট রোল দিয়ে মাঝখানের একটু উপরে হাল্কা রাউন্ড দিব অক দিবো তারপর আলাদা হয়ে যাবে তুমি সেটে দুইটা কালার লাল কালার নিচে ব্লু কালার উপরে
No comments