Breaking News

What Is Facebook Page | Page Create & Setting

What Is Facebook Page | Page Create & Setting


What Is Facebook Page:

ফেইসবুক পেইজ আসলে কি? ফেইসবুক পেইজ, সচরাচর যা ফ্যান পেইজ নামে পরিচিত, এটি যেকোনো কিছুর জন্য তৈরি করা যায় facebook.com ডোমেইনের আন্ডারে। সেলিব্রিটি, বাণিজ্য কিংবা আপনার যা খুশি (আইনগতভাবে বৈধ) তা নিয়ে আপনি একটি ফ্যান পেইজ তৈরি করতে পারেন।
ফেসবুক পেজকে অনেকটা ফেসবুক পাবলিক প্রোফাইল বলা যায়। মূলত ব্যবসা, সেলিব্রিটি ও সংস্থাগুলো তাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরিবর্তে পেজ ব্যবহার করে থাকে। অনেক সময় ফেসবুক পেজকে ফেসবুক ফ্যান পেজ ও বলা হয়ে থাকে।

ফেসবুক আইডিতে যেমন বন্ধু এড করা যায়, ফেসবুক পেজে কিন্তু এমন করা যায়না। ফেসবুক পেজ কে লাইক বা ফলো করা যায়। মজার ব্যাপার হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্তই ফ্রেন্ড বা বন্ধু এড করা যায়। অন্যদিকে পেজ এর ক্ষেত্রে লাইক বা ফলো এর কোনো নির্দিষ্ট সীমা নেই।
পেজ হলো মূলত ফেসবুক প্রোফাইলেরই মত, কিন্তু এটি সকলে দেখতে ও লাইক, ফলো করতে পারে। এর সুবিধা হলো যেকেউ চাইলেই নিজের ব্যক্তিগত প্রোফাইল আলাদা রেখে নিজের প্রতিষ্ঠান কিংবা নিজের নামে ফেসবুক পেজ খুলতে পারে। এইভাবে লিমিট ছাড়াই অসংখ্য মানুষের কাছে পৌঁছানো সহজ হয়।

তাহলে ফেসবুক প্রোফাইল, পেজ ও গ্রুপের মধ্যকার পার্থক্য কি দাঁড়ায়? প্রোফাইল হলো ব্যক্তিগত একাউন্ট যার মাধ্যমে আত্মীয় কিংবা পরিচিতদের সাথে যুক্ত থাকা যায়। পেজ হচ্ছে এমন একটি স্থান যেখানে আর্টিস্ট, পাবলিক ফিগার, ব্যবসা, ব্র্যান্ড, কিংবা অলাভজনক সংস্থা তাদের ভক্ত বা গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করতে পারে। আবার ফেসবুক গ্রুপ হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের নির্দিষ্ট বিষয়ের নীরিখে একছত্র হয়ে আলাপ করা ও মতামত জানানোর স্থান।

Facebook Page Post:



Page Create & Setting:

Facebook Profile, Thaky Create Page, Observe Others: অন্যান্য ফেসবুকের পেজ লক্ষ্য করবে তারা কিভাবে ডেসক্রিপশন লিখছে কিভাবে ইমেজ কভার  কিভাবে দিছে And Profile And Banner pic Setup বিজনেস অনুযায়ী, Invite Friend And Ami Amer Page Like Dibo Following See First Dibo।

About Jabo Name, Calegory Username ঠিক Korbo.

Edit Business details: এখানে Price Range $$ দিব. আমার বিজনেস ক্যাটাগরি High Na Low এটা দিব পার্কিং আছে কি নাই Parking Lot দিব.

Edit Start Date: কখন বিজনেস স্টার্ট করেছেন. 

Edit Business Type: My Business Sells Goods Or Service Online দিব.

Enter Email Adress, Enter Website, Edit Other Accounts : থাকলে দিব

More Info: Edit About : সেই ফেসবুক পেজ কি ধরনের সেই পেজ সম্পর্কে যেমন: প্রোডাক্ট হলে প্রোডাক্ট সম্পর্কে, খেলা হলে খেলা ক্রিকেট সম্পর্কে. রান্নাবান্না হলে রান্নাবান্না সম্পর্কে ইত্যাদি Short Description দিব.

Edit Impressum: দিব না.

Privacy Policyসেই ফেসবুক পেজ কি ধরনের সেই পেজ সম্পর্কে দিব বা বায়ারের কাছ থেকে নিবো

Edit Public Transit: হলো আমাদের দোকানে তারা কিভাবে আসতে পারে এটার বিস্তারিত লিখে দিতে হবে .
Add Menu: আমাদের  দোকানে কত ধরনের কাপড় চোপড় আছে সেগুলোর Image Add করেন  PDF মাধ্যমে Image Add করা যায়. তার মানে হলো আমাদের দোকানের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এর ছবি আমি এখানে এড করবো ডিসক্রিপশন সহ সবকিছু
OUR Story: হল আমার দোকান সম্পর্কে বিস্তারিত ভাবে লিখতে হবে বা আমার সম্পর্কে বিস্তারিতভাবে Long Description লখতে হবে সেই ফেসবুক পেজ কি ধরনের সেই পেজ সম্পর্কে যেমন: প্রোডাক্ট হলে প্রোডাক্ট সম্পর্কে, খেলা হলে খেলা ক্রিকেট সম্পর্কে. রান্নাবান্না হলে রান্নাবান্না সম্পর্কে ইত্যাদি Long Description দিব.
Edit Page Info: থেকে LOCATION, Service Area, Hours ঠিক করব
Add a Bottom: যেটা দিলে ভালো হয় সেটা দিবো
Inbox:  কেউ যদি আমাকে মেসেজ করে তাহলে  তার কাছে Auto Responses মেসেজ চলে যাবে
Notifications: আমাকে প্রয়োজনে লাইক করবো বা কজন নোটিফিকেশন পাঠাবোI
Insights: টোটাল পেজ মনিটরিং করা হয়
Publishing: সিডিউল অনুযায়ী পোস্ট দেখতে পারি
Drafts: সিডিউল অনুযায়ী পোস্ট Drafts করে রাখা
AD Center: পেজে BOOST সেটিং করা

Facebook Page Keyword Setting :
1. Facebook Page Tittle
2. Long Description
3. Short Description
4. Post Description

Facebook Page Marketing:

Free Marketing: ফ্রি মার্কেটিং হল আমি আমার পেজটাকে বিভিন্ন মানুষের কাছে ইনভাইট করবো আমার পেজ যেই রিলেটেড আমি যদি ওই পেজ থেকে কোন সেল করতে চাই তখন আমি আমার প্রোডাক্ট যে লোকেরা কিনবে আমি সেই ধরনের লোকদের আমার পেজে ইনভাইট করব আমার পেজে ইনভাইট করার পর যখন অনেক  বেশি লোক হবে তখন আমি যখন সেই পেজে কোন প্রোডাক্ট পোস্ট করব তখন সেই লোক গুলো  প্রডাক্ট দেখতে পাবে এবং আমার প্রোডাক্ট কিনবে যদি সেই লোক গুলো  আমার পেজ রিলেটেড  হয় তখন আমার প্রোডাক্ট  তারা কিনবেন

ফ্রী বুস্ট করার জন্য আমি Promote Your Business Page / Free Page Promota যেসব গ্রুপ আসবে সেসব গ্রুপে জয়েন হবো তারপর আমার পেজ পেজ এর লিংক এখানে দিয়ে পোস্ট করব


খুব সুন্দর পোস্ট করবেন প্রতিদিন আমার পেজে পোস্ট করতে হবে

Paid Marketing:আমি টাকা দিয়ে আমার এই পেজটাকে বিভিন্ন মানুষের কাছে প্রচার করব এবং তারা যখন আমার পেজটাকে দেখবে তখন তারা আমার পেজে  লাইক দিবে বা আমার প্রোডাক্ট কিনবে | আমি যখন আমার ফেসবুক পেজ বুস্ট করবো তখন বিভিন্ন জিনিস মাথায় রেখে পেজ বুস্ট  করব তা না হলে আমার প্রোডাক্ট সেল হবে না তাই বুস্ট করার সময় ভালভাবে বুঝে শুনে পোস্ট করব   

সচরাচর এই দুই নিয়মেই ফেসবুক মার্কেটিং করা হয়

আমি আমি যদি কোথাও কমেন্ট করি তাহলে হ্যাশট্যাগ  # দিয়ে আমার পেজের নাম দিব

একসাথে পেজের সবাইকে ইনভাইট পাঠাতে হলে প্রথম আমার পেজে যাব তারপর ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করে ক্লিক করলে অলে অলে ক্লিক করলে সবাইকে মেসেজ পাঠাতে পারবো

 আমার পেজ সাজেস্ট করার জন্য আমি প্রথমে যেকোনো ফেসবুক web.facebook.com পেজে যাব এবং সেখানে গিয়ে স্যারের সাথে তিনটা ওখানে ক্লিক করব Like As Your Page এটাই ক্লিক করলে আমার সমস্ত পেজ পেজ আসবে ওখান থেকে যেটা ভালো লাগে সেটা আমি ওখানে দিয়ে সাবমিট করব সাবমিট করব তখন আমার পেজ অন্য পেজের সাথে সাজেস্ট দেখাবে

একাউন্ট করতে গেলে নিশ অনুযায়ী করতে হবে এই নিশের চাহিদা কেমন করে তার Research করব সেই নিস বা কিওয়ার্ড নিয়ে মাসে কতজন লোক সার্চ করে তা জানতে হবে তারপর ডিসিশন নিতে হবে এই নিয়ে কাজ করতে পারব কিনা তারপর নামটা ইউনিক হতে হবে এসইও রিলেটেড হতে হবে তারপর সেই একাউন্টে যত রকমের Post, Tittle, Long Description, Short Description, Post Description, Image, Link, ইত্যাদি সবকিছু হবে এসইও রিলেটেড কারণ আমি একজন ডিজিটাল মার্কেটিং আমার সবকিছু হবে এসইও রিলেটেড
আরেকটা কথা যেকোনো সোশ্যাল মিডিয়া একাউন্ট বা পেজ বা পিন বা ওয়েবসাইট যেকোনো ধরনের একাউন্টে ফলো, লাইক, ট্রাফিক, বাড়ানোর কোন Tools নাই আমাকে যেকোনো একাউন্টে আস্তে আস্তে ফলোয়ার, লাইক, ট্রাফিক, বাড়াতে হবে নিজে নিজে কোন সফটওয়্যার দিয়ে বাড়ালে হবে না বাড়ালেও আমার নিস অনুযায়ী ট্রাফিক পাবো না কারন সফটওয়্যার অটো ফলোয়ার বাড়ায় তাই যেকোনো অ্যাকাউন্ট এর ক্ষেত্রে আমাকে আস্তে আস্তে ফলোয়ার বাড়াতে হবে অর্গানিক ভাবে
এজন্য আমি যে একাউন্ট তৈরি করব তা যাতে মানুষের কাজে লাগে তাই মানুষ আপনা-আপনিই আমার পেজে লাইক দিবে বা আমাকে ফলো করবে তাই আজেবাজে নিশ নিয়ে কাজ করলে কোন লাভ হবে না পরিশ্রম বৃথা যাবে



No comments