Breaking News

What Is Facebook Group | Group Create & Setting


What Is Facebook Group | Group Create & Setting | Marketing


What Is Facebook Group:

একটি ফেসবুক গ্রুপ মানুষের যোগাযোগের জন্য এবং লোকদের তাদের সাধারণ আগ্রহ ভাগ করে নেওয়ার এবং তাদের মতামত প্রকাশ করার জন্য একটি জায়গা। ফেসবুক গ্রুপের মাধ্যমে একই বিষয়ে আগ্রহী লোকেরা একত্রিত হয়ে, একে অপরের সাথে সাধারণ কারণ, ক্রিয়াকলাপ এবং বিভিন্ন প্রকার উদ্দেশ্য নিয়ে আলাপ আলোচনা করে থাকে
Facebook গ্রুপ কী তা জানার আগে, এটি সম্পর্কে ভেবে দেখুন। ফেসবুক গ্রুপের নাম থেকেই বোঝা যায় যে একটি ফেসবুক গ্রুপ এমন একটি গ্রুপ যেখানে লোকেরা যোগদান করে একটি community তৈরি করে এবং গ্রুপের প্রতিটি সদস্য তাদের মতামত একেঅপরের সঙ্গে share করে নিতে পারে।
একটি ফেসবুক গ্রুপ মানুষের যোগাযোগের জন্য এবং লোকদের তাদের সাধারণ আগ্রহ ভাগ করে নেওয়ার এবং তাদের মতামত প্রকাশ করার জন্য একটি জায়গা।
ফেসবুক গ্রুপের মাধ্যমে একই বিষয়ে আগ্রহী লোকেরা একত্রিত হয়ে, একে অপরের সাথে সাধারণ কারণ, ক্রিয়াকলাপ এবং বিভিন্ন প্রকার উদ্দেশ্য নিয়ে আলাপ আলোচনা করে থাকে।
ফেইসবুক গ্রুপ হচ্ছে কোনো এক সম্প্রদায়, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের জন্য একটি কমিউনিটি । ফেইসবুক গ্রুপ কোনো নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ নেই । যেকোনো কাজের জন্য যে কোনো প্রয়োজনে বা তাগিদে গ্রুপ খোলা হয় ।

Types of Facebook Groups – ফেসবুক গ্রুপের প্রকারভেদঃ


Facebook group create করার আগে আপনার জানা উচিৎ বিভিন্ন প্রকার গ্রুপের প্রকারভেদ নিয়ে। ফেসবুকে গ্রুপ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। যথা – Open group, Closed Group and Secret group. নিচে প্রতিটি ভাগ নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব।

Facebook Open Group : Facebook open group এমন একটি গ্রুপ যেখানে যে কোন লোক Join করতে পারে এবং এই গ্রুপের যেকোনো Group member যেকোনো ফেসবুক ইউজারস কে গ্রুপের মেম্বার হিসেবে যুক্ত করতে পারবে।

Closed Group in Facebook : Facebook Closed group গুলো Facebook open group এর মতো । তবে প্রতিটি ফেসবুক ব্যবহারকারী গ্রুপের নাম, বিবরণ এবং সদস্য তালিকা অনুসন্ধান করতে এবং দেখতে সক্ষম হবেন।

তবে, গ্রুপের সদস্য না হওয়া পর্যন্ত গ্রুপের বিষয়বস্তুগুলি দেখতে পারবেন না। একটি closed গ্রুপে যোগদানের জন্য আপনাকে Group Admin দ্বারা অনুমোদিত হতে হবে বা বর্তমান গ্রুপের সদস্যদের দ্বারা আমন্ত্রিত হতে হবে।

Secret Group in Facebook : Facebook secret group এর Privacy setting closed group এর মতো। Secret গ্রুপে যোগদানের জন্য কেউ secret group গুলো search করতে বা request করতে পারবে না।

Facebook secret group join করার একমাত্র উপায় হ’ল যদি সিক্রেট গ্রুপের কোন মেম্বার্স আপনাকে গ্রুপে যুক্ত হওয়ার জন্য invite করে, তবেই আপনি ফেসবুক সিক্রেট গ্রুপে যোগদান করতে পারবেন। গোপন গোষ্ঠীগুলিতে share করা বিষয়বস্তুু গুলো কেবলমাত্র গোপন দলের সদস্যরা দেখতে পাবে।


Facebook Group Create & Setting:


Facebook Group Marketing:  

ফেসবুক গ্রুপ মার্কেটিং বলতে আমার প্রডাক্ট ওয়েবসাইট লিংক বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা তবে  প্রডাক্ট বা ওয়েবসাইট কি ধরনের সেই ধরনের গ্রুপে আমার  জয়েন করতে হবে ফ্যাশন গ্রুপ হলে fashion house in Usa ,রিয়েলষ্টেট গ্রুপ হলে Real State in Usa, কার গ্রুপ হলে Beast Car In Usa, গিফট কার্ড গ্রুপ হলে Gift Card In Usa , BuySell Group এই সব গ্রুপে আগে জয়েন হতে হবে | আমি যদি কোন বায়ারের কাজ করি সেই বায়ারের প্রোডাক্ট কি বা কোন দেশে প্রমোট করতে হবে তা জেনে আমার সেইসব গ্রুপে  আগে জয়েন হতে হবে তারপর সেখানে সেই সব গ্রুপে প্রোডাক্ট বা ওয়েবসাইট বা লিংক আমি প্রমোট করবো  ফেসবুক গ্রুপ এ সময় পোস্ট করার সময় আমি ভালোভাবে ডিসক্রিপশন লিখে পোস্ট করব  টাইটেল  দেস্ক্রিপশন দেস্ক্রিপশন
ফেসবুক মার্কেটিং এ কাজ করার সময় আমার কতগুন পাঁচটি রিয়েল ফেসবুক আইডি খুলতে হবে তারপর ওই পাঁচটি আইডি থেকে প্রতিদিন 5 টি করে buy-sell গ্রুপে জয়েন হতে হবে এবং প্রতিটি আইডি থেকে আমি পাঁচটি করে গ্রুপে পোস্ট করব না পাঁচটির বেশি গ্রুপে পোস্ট করব না


Masking:

ফেসবুকে অনেক সময়ে লিংক দিলে নিতে চায় না বা ব্লক করে দেয়  তখন আমাদের ঐ লিংকটা মাস্কিং  করতে হয় যেমন আমি ওই লিঙ্ক টা দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি  বা ব্লগারের ওয়েবসাইট তৈরি করতে পারি তখন যদি আমি ল্যান্ডিং পেজ এর লিঙ্ক  ব্লগারের লিঙ্ক যদি ফেসবুক গ্রুপে পোস্ট করি তখন কোন সমস্যা হয় না


Facebook Group Post:

Post: ওয়েবসাইটে প্রোডাক্ট পোস্ট করার সময়

Products Name : Women's Long Dress
Product Type: Women's Wear
Product Code SKU : WETR408 WI21-22
Product Description: White kameez with multicolor viscose-cotton embroidery and prints. Comes with orange printed viscose-cotton shalwar and multicolor printed deep chocolate viscose cotton dupatta.
Color: BLUE PRINT
Product  Size : XL
Products Image: 4/5 Pic
Price: 3000 Tk
থাকতে হবে


No comments