Breaking News

What CPA Marketing? | সিপিএ মার্কেটিং কি | কিভাবে করব

 What CPA Marketing? | সিপিএ মার্কেটিং কি | কিভাবে করব


সিপিএ মার্কেটিং কি: সিপিএ মানে কস্ট পার একশন ( CPA : cost per action)। এই কস্ট পার একশনের কাজ টা হলো কোন ফিক্সড কাজের বিনিময়ে ফিক্সড অংকের কমিশন লাভ করা। এই ফিক্সড কাজগুলো হতে পারে, কোন ফর্ম পুরন, ই মেইল সাবমিট করা, এপ ইন্সটল করা অথবা এরকম আরো অন্যান্য। এফিলিয়েট মার্কেটিং থেকে সিপিএ মার্কেটিং এর ডিফারেন্ট একটাই, এফিলিয়েট মার্কেটিং এ প্রোডাক্ট বিক্রি করে তার কমিশন নিতে হয়। 

CPA এর ফুল মিনিং হচ্ছে Cost Per Action. অনেকেই এখন CPA মার্কেটিং পচ্ছন্দ করে কারন, সিপিএ মার্কেটিং এ  এফিলিয়েট মার্কেটিং এর মত পোডাক্ট বিক্রি করতে হয় না এবং এখানে বিভিন্ন ধরনের অফার থাকে। মনে করুন একটি Website (যেমন Facebook) তাদের ওয়েবসাইটের জন্য কিছু সংখ্যক নতুন মেম্বারস খুজছে, এখন আপনার কাজ হচ্ছে আপনার কাষ্টমার কে শুধুমাত্র রেজিস্টার করানো আপনার এফিলিয়েট লিংক এ। এটাকে ইমেইল সাবমিট বলে।


What CPA Marketing? | সিপিএ মার্কেটিং কি | কিভাবে করব
What CPA Marketing? | সিপিএ মার্কেটিং কি | কিভাবে করব 



এখানে আপনার কাষ্টমার রেজিস্টার কারার পর যদি পোডাক্ট/সার্ভিস নাও নেয় তাহলেও আপনি কমিশন পাবেন। কিন্তু এফিলিয়েট মার্কেট হচ্ছে ভিন্ন। এফিলিয়েট মার্কেটে যতক্ষন আপনার পোডাক্ট বিক্রি না হয় ততক্ষন আপনি কমিশন পাবেন না এবং এর কারনেই অনলাইন জুড়ে CPA marketing এতটা জনপ্রিয় হয়ে উঠেছে।

এখানে ছোট ছোট কাজের জন্য আপনাকে তারা টাকা দিবে।যেমন ধরুন কাওয়ে জয়েন করানো তাদের সাইটে,ইমেইল সাবমিট,কাওকে দিয়ে ফর্ম পুরন করানো ইত্যাদি।সিপিএ মার্কেটিং মূলত এফিলিয়েট মার্কেটিং এরই একটি অংশ।তবে এটি Affiliate মার্কেটিং অপেক্ষা অধিকতর সহজ।যেখানে এফিলিয়েট মার্কেটিং এ পেমেন্ট দেওয়া হবে শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করার পরে আর সিপিএ মার্কেটিং এ পেমেন্ট প্রোডাক্ট সেল না করেই পেমেন্ট পাবেন।যেমন তাদের সাইটে লিড জেনারেট করেই আপনি টাকা পাবেন।এবং প্রতিটি  সাইন আপে আপনি ০.৫০ থেকে ১০ ডলার পর্যন্ত পেতে পারেন।এছাড়া আরো অনেক ছোট ছোট কাজ করেও আপনি এখান থেকে আয় করতে পারবেন।

ভালো মানের এবং বিশ্বস্ত সাইটের হয়ে কাজ করতে হবে।কারন অনেক সাইট আছে ভাল অফার দেয়না আবার অনেক সাইট আছে ভালো অফার দেয় কিন্তু পেমেন্ট দেয়না।তবে বিশ্বস্ত কয়েকটি CPA Network হলো Adworkmedia,CPA grip,CPA Lead ইত্যাদি।এসকল সাইটের হয়ে আপনি কাজ শুরু করতে পারেন।তবে সর্বোপরি আপনাকে দক্ষতা অর্জন করতে হবে।সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে জানলাম তাহলে আসুন CPA মার্কেটিং কিভাবে কাজ করে তা একটু জানি!

CPA ডিজিটাল মার্কেটিং সম্পন্ন হয় তিনটি ধাপে।এগুলো হলো-

CPA Digital Marketing মুলত কোন কোম্পানির প্রচারের কাজ।ধরুন একটি কোম্পানি কোন সার্ভিস প্রদান করে অনলাইনে।তাদের সার্ভিস বিক্রির জন্য প্রচারের দরকার।এই কাজের জন্য তারা বিভিন্ন এডভ্যারটাইজের ব্যাবস্থা করে।তারা বিভিন্ন CPA Network এর মাধ্যমে প্রচারনা চালায়।যারা সিপিএ নেটওয়ার্কের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকে তারা হলো Advertiser.
এবার এই বিজ্ঞাপন গুলো গ্রাহকদের কাছে উপস্থাপন করে এবং তাদের সেবা গ্রহনের জন্য উৎসাহিত করে তারা হলো পাবলিশার (Publisher) বা মার্কেটার (Marketer) তারা বিভিন্ন পদ্ধতিতে গ্রহকের কাছে এই সেবা গুলো উপস্থাপন করার কাজ করে।অর্থাৎ একজন CPA Marketer ই হলো একজন পাবলিশার।

কোন ধরনের ব্যক্তি সিপিএ মার্কেটিং শিখতে পারবেন ?
১। ইন্টারনেট সম্পর্কে যার নুন্যতম জ্ঞান রয়েছ
২। যিনি অনলাইন থেকে আয় করতে ইচ্ছুক
৩। যিনি কম্পিউটার এ ৩ থেকে ৪ ঘন্টা সময় দিতে পারবেন প্রতিদিন
৪। যিনি লেগে থাকতে পারবেন কমপক্ষে ১ বছর


কোথায় পাবেন সিপিএ অফার গুলো? 
বিশ্বে অনেক সিপিএ নেটওয়ার্ক আছে। তবে সব সিপিএ নেটওয়ার্ক বিশ্বস্ত নয়। অনেক সিপিএ নেটওয়ার্ক আছে যাদের ভালো কোন অফার নেই। এখানে ভালো অফার বলতে যে অফার গুলো সত্যিকার অর্থে কারো উপকারে আসবে না। যেমন কোন সিপিএ নেটওয়ার্ক একটি অফার আছে স্টুডেন্ট লোনের ব্যাপারে। কিন্তু তারা আদৌ কাউকে লোন দেয় না। আবার এমন কিছু অফার তারা পাবলিশ করে যা বেশিদিন থাকে না। সুতরাং সিপিএ নেটওয়ার্ক নির্বাচনের ক্ষেত্রে একটু হিসেব করে নির্বাচন করা দরকার।
কয়েকটি মোবাইল সিপিএ নেটওয়ার্ক হলো YeahMobi, Matomy, ClicksMob,  Avazu, Private, ClickDealer, GoWide, Exchange (APX),
এছাড়াও আপনারা Affpaying.com থেকে বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক এর Reviews দেখে বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক বাছাই করতে পারেন।
সিপিএ নেটওয়ার্ক এ রেজিস্ট্রেশন পদ্ধতিঃ
উপরে দেয়া তিনটি সিপিএ মার্কেটপ্লেস থেকে যেকোনো একটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করা খুবই সহজ এবং কোনো টাকা ও লাগে না, আপনার নাম ঠিকানা ও ইমেইল আইডি দিয়েই রেজিস্ট্রেশন করতে হয় এবং প্রায় সব সিপিএ নেটওয়ার্ক সাইটে সাইনআপের সময় আপনার প্রোমশন মেথড অথবা প্ল্যান সম্পর্কে জানতে চায়, মানে কিভাবে আপনি তার অফারগুলো প্রমোট করবেন তার একটি বিস্তারিত বর্ণনা দিতে হবে। সেক্ষেত্রে আপনারা নিচে দেয়া এই লেখাটুকু কপি-পেস্ট করে দিন।
“I am planning to advertise my links and earning money by creating websites, youtube videos, and also advertising with PPC and PPV(bing ads, Facebook ads, and lead impact). I plan on making a website for each niche I have and also plan on doing some SEO to get it high on the Google ranking system. I will dedicate and spend a few hours of my day to achieving this. I hope to be earning from your website soon.”
যদি বলে- Incentive Traffic: Yes/No. আপনি No দিবেন। ইনসেনটিভ ট্রাফিক মানে আপনি আপনার পরিচিত মানুষদের দিয়ে ট্রাফিক আনবেন কি না সেটা।
আপনাকে একটি ওয়েবসাইট লিংক ও দিতে হবে, সেক্ষেত্রে আপনি youtube.com দিয়ে দিতে পারেন। 

কীভাবে করবেন সিপিএ মার্কেটিং? ( How to do CPA Marketing?)

সিপিএর কাজ হলো উপযুক্ত বিষয়বস্তুর উপরে কন্টেন্ট পাব্লিশ করে তার লিংক প্রমোট করা। তো কন্টেন্ট এর বিষয় বস্তু, অর্থাৎ কোন বিষয়ের উপর আপনি কন্টেন্ট লিখবেন এটা নির্ভর করবে আপনার ওয়েবসাইট তথা সাইটের নিস ( যেমন, বিউটি, কিচেন, সাজসজ্জা, টেকনোলোজি, ডেটিং কন্টেন্ট) সিলেকশন এর উপর। প্রথমেই এস ই ও অপ্টিমাইজড কন্টেন্ট পাব্লিশ করুন সাইটে, চেষ্টা করবেন সেটা যেন গুগল রেংকিং এ আসে। এরপর এই কন্টেন্ট এ কিভাবে আপনার সিপিএ অফার লিংক প্রমোট করবেন সেটা আপনার জানা লাগবে।ভালো ফলাফল এর জন্য কন্টেন্ট লিংক শেয়ার করুন ফেসবুক, টুইটার, লিংকেডিন, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এরকম আরো সোশ্যাল প্ল্যাটফর্মে।
তবে কাজ শুরু করতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে আপনার নেটওয়ার্ক এর কন্ডিশন গুলো জানতে হবে। লাইক, লণ্ডনের কোন ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের জন্য সিপিএ অফার চালাচ্ছে। তো এক্ষেত্রে তারা হয়তো তাদের ট্রাফিক ফিক্স করে দিবে লন্ডনেরই। কারন এর বাইরের ট্রাফিক তাদের লিংক এ যেয়ে কোন লাভ নাই। এক্ষেত্রে আপনাকে এই লিংকের ভিজিটর বা ট্রাফিক কিন্তু লন্ডনের ই দিতে হবে৷ যদি আপনি অন্য দেশের ভিজিটর দেন ও, ক্লিক আসবে অনলি কিন্তু কোন সেল ও হবেনা আপ্নিও কোন কমিশন পাবেন না।
সিপিএ মার্কেটিং এর লাভ কি? ( Benefits of CPA Marketing)
আপনি আমাকে বলুন আপনার কি কোন ওয়েবসাইট/ ব্লগ/ এপ্লিকেশন আছে যেটিতে বেশ ভাল ট্রাফিক প্রতিদিন আসা যাওয়া করে? এবং আপনার কাছে কি বেশ ভালো এমাউন্টের ইমেইল লিস্ট রয়েছে? তাহলে আপনার জন্য সুখবর হলো আপনি সহজেই আপনার সাইটে সিপিএ অফার লিংক প্রমোট করে একটা ভালো এমাউন্ট এর কমিশন পেতে পারেন। যাই হোক, সিপিএ মার্কেটিং এর অন্য কিছ সুবিধাও রয়েছে।
যেমন,
কোন সেল ছাড়াই কমিশন পাচ্ছেন।
কাজ একদম সহজ, ইমেইল সাবমিশন, ফর্ম ফিলাপ, এপস ইন্সটল ইত্যাদি।
কোন টেকনিক্যাল কাজের বা নলেজ এর দরকার নেই।
কনভার্সন রেট খুব সহজেই ভালো পাওয়া যায়।
কাজের সুযোগ বা পরিধি অনেক বেশী।
কেবল মাত্র অফার এপ্রুভ করান, আর আপনার এস্ট্যাব্লিশড সাইটের অর্গানিক ট্রাফিক দের মাঝে অফার লিংক প্রমোট করবেন।
সিপিএ মার্কেটিং এ টাকা আয় করা অনেক সহজ। বিশেষ করে এফিলিয়েট সাইটের তুলনায় তো অবশ্যই। এফিলিয়েট সাইটে যেখানে প্রোডক্ট বিক্রি করে কমিশন নিতে হয়, সিপিএ তে কিন্তু সেরকম না।
সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে? ( how does CPA Marketing works?)
অল্রেডি আগেই যদিও বলেছি, আবার ডেস্ক্রাইভ করি। সিপিএ কাজ করে খুব সহজভাবে। সিপিএ মুলত ইন্টারনেট এডভার্টাইজিং কোম্পানি রয়েছে যারা টাকার বিনিময়ে বিভিন্ন কোম্পানির প্রসার এবং প্রচারের জন্য তাদের প্রোডাক্ট, সার্ভিস অথবা বিজনেস গুলোকে বিভিন্ন অফারের মাধ্যমে প্রমোট করে। এই কোম্পানিগুলোকেই বলা হয় এফিলিয়েট নেটওয়ার্ক অথবা সিপিএ নেটওয়ার্ক। একজন পাব্লিশার হিসেবে আপনার কাজ হলো এইসব সাইটে একাউন্ট খোলা এবং আপনার সাইটের কন্টেন্ট এখানে লিংকের মাধ্যমে প্রমোট করা।
কীভাবে সিপিএ নেটওয়ার্ক এ একাউন্ট এপ্রুভ করাবেন? ( how to approve an account on CPA Network?)
অনেক সিপিএ নেটওয়ার্ক আছে, একাউন্ট এপ্রুভ করার জন্য তেমন কিছই লাগে না। আবার অনেক নেটওয়ার্ক আছে একগাদা ডকুমেন্টস, প্রসেস জড়িত। তবে নেটওয়ার্ক যাই হোক, সিপিএ নেটওয়ার্ক এ একাউন্ট খোলার মুল দরকারী জিনিস হলো, আপ্নাকে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট হতে হবে।কোন ফেইক অথবা অতিরঞ্জন মার্কা তথ্য দিয়ে এইসব সাইটে একাউন্ট এপ্রুভ হয় না। সাইন আপ করার সময় এইসব সাইট এতো বেশী ইনফরমেশন নেয়, এবং প্রতিটা ইনফরমেশন একে অপরের সাথে এতো বেশী লিংকড আপ, আপনি কোন ভুল তথ্য দেওয়ামাত্র এরা বুঝে ফেলবে এবং আপনার একাউন্ট টিকে এপ্রুভের জন্য ডিনাই করে দিবে। পাশাপাশি বেশ কিছু সিপিএ নেটওয়ার্ক আছে যেখানে একাউন্ট এপ্রুভ করার জন্য ভাইবা বা ইন্টারভিউ দিতে হয়। এসব সাইট মুলত বিগেনার দের জন্য নয়। যাই হোক, চলুন কিছু টিপস দেয়া যাক দ্রুত আপনার একাউন্ট টি এপ্রুভ করার জন্য।
অথেনটিক হতে হবে
যখনি অনলাইন এপ্লিকেশন ফর্ম ফিলাপ করবেন,সমস্ত অথেনটিক নিউজ আপনাকে দিতে হবে।আপনার নাম ঠিকানা, ইমেইল, আপনার পেমেন্ট ডিটেইলস সব প্রপারলি দিবেন। একটা কথা মনে রাখবেন, সিপিএ কখনো বট বা ফেক ইমেইল এলাউ করে না৷ আপনি যদি কোন ফলস ইনফরমেশন দেন আর নেটওয়ার্ক অথোরিটি সেটা দ্রুত সরিয়ে নিবে।
টপিক বা নিশ বাছাই করুন
সিপিএ তে অনেক কাজের সমন্বয় রয়েছে। আপনি কি কাজ করবেন, আপনার নিস অথবা কোন বিষয় নিয়ে কাজ করতে চান, সেটা আগে আপনি ফিক্সড করে নিন। এ ব্যাপারে আপনি গুগল এ সার্চ করে দেখতে পারেন। কোন নিসে কাজ করলে অথবা সিপিএর কোন সেকশনে ভালো অফার পাওয়া যায় ইত্যাদি আপনি গুগল থেকেই জানতে পারেন।
একটি ওয়েবসাইট বানিয়ে নিন।
অফার লিংক প্রমোট করার জন্য মোটামুটিমানের ভালো পজিশনে থাকা একটা ওয়েবসাইট থাকা অত্যাবশ্যকীয়। যাই হোক, আপনার যদি নিজস্ব সাইট থাকে ভাল, যদি না থাকে তাহলে জলদি একটি সাইট ডেভেলপ করে নিন।আপনি আপনার নিজের ওয়েবসাইট এ সহজেই অফার মার্কেটিং করতে পারেন।
আপনার কাজের লেভেল যাচাই
আপনি কি বিগেনার? নাকি এক্সপার্ট লেভেল? আপনি যাই হোন না কেন, যেখানেই একাউন্ট ওপেন করতে যান ন কেন আপনার নেটওয়ার্ক অথোরিটি কে জানান আপনার লেভেল সম্পর্কে। মনে রাখবেন, আপনার লেভেল অনুযায়ী একাউন্ট মেনেজার রা আপনাকে সাহায্য করবেন।বি অথেনটিক, বি রিয়েল।
যেসব নেটওয়ার্ক এ ইন্টারভিউ দিতে হয়, আপনার সাইন আপের পর তাদের ইন্টারভিউ সেশন শুরু হবে। এক্ষেত্রে একাউন্ট ম্যানেজার যাই প্রশ্ন করুক, কনফিডেন্স সহকারে সকল প্রশ্নের এক্সপ্লানেশন দিন।
অফার সিলেক্ট করুন
একাউন্ট এপ্রুভ হবার পরের কাজ হলো একাউন্ট ম্যানেজার কে নক দিয়ে আপনার অফার এপ্রুভ করিয়ে নেওয়া। আপনার এফিলিয়েট ম্যানেজার কে আপনার অফার বিস্তারিত জিজ্ঞেস করুন, আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করুন। রিসার্চ করে বের করবেন কোন অফারে মানুষ ক্লিক বেশি করে এবং কোন অফারে কমিশন ও তুলনামূলক বেশী। ট্রাফিক ইন্টেরেস্ট জানতে আপনি গুগল কীওয়ার্ড প্ল্যানার এর সাহায্যে নিতে পারেন। অথবা আপনার সিলেক্টেড অফার লিখে গুগলে সার্চ দিনে, বুঝে যাবেন প্রতিদিন কি পরিমান ট্রাফিক আপনার অফারে ক্লিক করছে বা ইন্টেরেস্ট শো করছে।
সর্বদা আপডেটেড থাকুন
এটাই সর্বশেষে টিপস আপনার সিপিএ একাউন্ট এপ্রুভ করার জন্য। মনে রাখবেন দিন যত যাচ্ছে, সিপিএ মার্কেটিং এ কম্পিটিশন তত বাড়ছে। তাই আপনি যদি ব্যাকডেটেড এর মত একই অফার নিয়ে সবসময় কাজ করেন, তাহলে আপনার অফার লিংক এ মানুষ সেভাবে আর ক্লিক করবেনা, আপ্নার ও কমিশন তেমন বাড়বেনা।
কিভাবে সিপিএ অফার গুলো প্রমোট করবেন ?
সবার প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট টপিক বেছে নিতে হবে সিপিএ অফার প্রমোট করার জন্য। এতে করে আপনি কিছু টার্গেটেড অডিয়েন্স পেয়ে যাবেন এবং চাইলে নিজেও আপনার টার্গেট অডিয়েন্স তৈরি করতে পারবেন। যেমন ধরুন আপনি health and fitness টপিক নিয়ে কাজ করলেন। সেক্ষেত্রে আপনার টার্গেট অডিয়েন্স হলো তারা যারা তাদের ওজন কমাতে চায় অথবা তাদের শরীর কে ফিট রাখতে চায়। আপনি চাইলে ফেসবুকে এই রিলেটেড একটি গ্রুপ খুলে সেখানে আস্তে আস্তে মেম্বার এড করতে পারেন এবং খুব সহজেই তাদের কাছে আপনার অফার গুলো প্রমোট করতে পারেন। যতদিন যাবে তত আপনার অডিয়েন্স ও বাড়বে এবং ইনকামও বাড়বে। এভাবেই এক্সপার্ট মার্কেটার রা এত ভালো ইনকাম করেন।

সিপিএ মার্কেটিংয়ের কাজের(action) উদাহরণ 
E-mail/ Zip সাবমিট অফার। 
ক্রেডিট কার্ড সাবমিট অফার। 
ফরম ফিল আপ। 
প্রশ্ন উত্তর বা সার্ভে।
এপ ইনস্টল। 
মোবাইল নম্বর সাবমিট এন্ড ভেরিফাই। 
ন্যাশনাল আইডি সাবমিট।
ড্রাইভিং লাইসেন্স সাবমিট।

CPA Marketing ও Affilliate Marketing এর মধ্যে পার্থক্য
অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য এফিলিয়েট মার্কেটিং একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম এ বিষয়ে কোনো সন্দেহ নেই।আবার একইভাবে বর্তমান দিনে সিপিএ মার্কেটিং করে এফিলিয়েট মার্কেটিং থেকে বেশি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব।
তবে এই দুটি অনলাইন থেকে টাকা ইনকাম করার পদ্ধতি প্রায় একই রকম। এই কারণে অনেকে বুঝতে পারে না যে কোনটি সিপিএ মার্কেটিং এবং কোনটি এফিলিয়েট মার্কেটিং।
প্রথমত অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন কোন ওয়েব সাইট বা ইকমার্স কম্পানি যারা অনলাইন থেকে তাদের প্রোডাক্ট বিক্রি করে তাদের সঙ্গে সরাসরি আপনি একজন মিডিয়া হিসেবে কাজ করবেন।তাদের প্রোডাক্ট আপনি আপনার সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারেন এর ফলে বিক্রি করা নির্ধারিত টাকা থেকে কিছু টাকা আপনাকে কমিশন দেয়া হবে এটি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ধারণা।
অন্যদিকে সিপিএ মার্কেটিং হলো এমন একটি আধুনিক এবং উন্নত মানের অনলাইন টাকা ইনকাম করার ব্যবস্থা যেখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানুষের সঙ্গে পরিচয় ঘটাতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কোন প্রোডাক্ট বিক্রি করতে হবে না।
অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাকে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আপনার লিংক থেকে বিক্রি করলে, আপনি ওই প্রোডাক্টস অথবা সার্ভিস বিক্রির কিছু শতাংশ টাকা আপনি পাবেন।
কিন্তুু CPA মার্কেটিং এ কোম্পানি একটি নির্দিষ্ট কোনো কাজ দেয়। ওই কাজটি যদি ভিজিটর করে ফেলে তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন। ( নির্দিষ্ট কোনো কাজ অর্থাৎ কোনো মার্কেটিং এর ভিডিও দেখা, সাইনআপ করা, ইমেইল submit করা ইত্যাদি ইত্যাদি হতে পারে।
কিছু কিছু বিষয়কে শুধু আপনার ভিজিটর দের সঙ্গে পরিচয় করিয়ে তাতে তাদের ডিটেইলস ইনপুট করলেই তা থেকে আপনি কমিশন পাবেন।এক্ষেত্রে এমন কোন জোর করার বিষয় থাকে না যে আপনার ভিজিটরদের ওই প্রোডাক্ট গুলি কিনতেই হবে।
তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে সিপিএ মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে মূল পার্থক্যটা কোথায়।অ্যাফিলিয়েট মার্কেটিং করলে আপনাকে অবশ্যই সেখানে কিছু প্রোডাক্ট বিক্রি করতে হবে এবং তা থেকে আপনি কমিশন পাবেন কিন্তু সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে কোন প্রোডাক্ট বিক্রি না করলেও তা থেকে আপনি কমিশন পাবেন।
এবার ভাবুন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং ভালো না সিপিএ মার্কেটিং ভালো জানি এবার বলবেন যে হ্যাঁ সিপিএ মার্কেটিং ভালো কিন্তু সিপিএ মার্কেটিং জানতে গেলে আপনাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে কারণ যে সকল ওয়েবসাইট থেকে আমরা এই সিপিএ মার্কেটিং করি বা করতে পারি সে গুলি সম্পর্কে আগে আমাদের ধারণা থাকা প্রয়োজন।

এরপর সিপিএ মার্কেটিং করতে গেলে কিছু কিছু শব্দের সঙ্গে আমাদের পরিচয় করতে হবে অর্থাৎ সেই শব্দ গুলি সম্পর্কে যদি না জানি তবে সিপিএ মার্কেটিং সম্পর্কে বিশদ ধারণা আমাদের মধ্যে আসবে না তবে চলুন প্রথমে কিছু নতুন শব্দ সম্পর্কে আমরা জেনে নিই -

Advertisers: মনে হয় অনলাইনে কাজ করতে গিয়ে কোন না কোন সময় এই কথাটি আপনি শুনেছেন, কিন্তু এর মানেটা কি জানেন ? এডভেটাইজার ( Advertisers ) কথাটির মূল অর্থ হল যে এড দেয় বা যে বিজ্ঞাপন দেয় তাকে আমরা অ্যাডভারটাইজার বলি।
সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে অ্যাডভারটাইজার হল যে সমস্ত সংস্থা বা কম্পানি অ্যাড দিয়েছে তাদের কাজ গুলি করে দেওয়ার জন্য সেই কোম্পানি সংস্থাগুলিকে আমরা এডভেটাইজার (Advertisers)  বলব। 
তাহলে বুঝতে পারলেন যে Advertisers  কথার অর্থ হল যে এড দেয় তাদের কাজগুলো করে দেওয়ার জন্য।এমন হতে পারে যে আপনি কোন একটি প্রোডাক্ট সেল করতে চাইছেন তখন আপনি যদি সেই প্রোডাক্ট সম্পর্কে কোন ads দিয়ে থাকেন তখন আপনি হবেন Advertisers।
অর্থাৎ এই সকল সিপিএ মার্কেটিং ওয়েবসাইট থেকে আমরা আমাদের কোন প্রোডাক্ট কে বিক্রি করতে পারি বা আমাদের ওয়েবসাইট কেউ অনেক মানুষের সামনে তুলে ধরতে পারি সেক্ষেত্রে আমরা হব অ্যাডভারটাইজার / Advertisers।

Publisher: আমি জানি আপনারা এই কথাটি সম্পর্কেও দু-একবার শুনেছেন।কিন্তু এর সম্পর্কে আশা করি ঠিক এখন বুঝতে পেরেছেন উপরের Advertisers সম্পর্কে পড়ার পর। 
হ্যাঁ ঠিক ধরেছেন পাবলিশার হলো তারা যারা সিপিএ মার্কেটিং ওয়েবসাইট গুলোর উপর কাজগুলোকে ব্যবহার করে যারা টাকা ইনকাম করে তারা হলো পাবলিশার।
কেন আমরা পাবলিশার হব ? আমরা পাবলিশার হব কারণ সিপিএ মার্কেটিং করে আমরা ওই ওয়েবসাইট থেকে একটি লিংক বা ব্যানার কে আমাদের ওয়েবসাইটে যুক্ত করব যার ফলে আমাদের ভিজিটর আসে এখানে ক্লিক করে আমাদের টাকা ইনকাম করতে সাহায্য করবে এই কারণে আমরা পাবলিশার হব।
সিপিএ মার্কেটিং করার ক্ষেত্রে তাহলে আমরা হলাম পাবলিশার যেহেতু আমরা আমাদের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোম্পানিকে ডেভলপ হতে সাহায্য করব এবং তার বিনিময়ে আমরা টাকা ইনকাম করব সুতরাং আমরাই সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে পাবলিশার।

বিভিন্ন CPA মার্কেটাররা কিভাবে CPA মার্কেটিং করে :

ফর্মুলা 1: 

No comments